চাঁদপুর থানার ওসি বাহার মিয়া'র শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্দির পরিদর্শন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৬:২৮ পিএম
চাঁদপুর থানার ওসি বাহার মিয়া'র শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্দির পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া সপরিবারে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি একে একে শহরের গুরুত্বপূর্ণ মন্দিরগুলো ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। এদিন রাতে পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্স পরিদর্শনে আসলে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং চাঁদপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র রায় তাকে স্বাগত জানান। 

এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হরিসভা সর্বজনীন দুর্গাপূজা  কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক- সহ উপস্থিত ভক্তদের সাথে মতবিনিময় করেন।

হরিসভা দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, ব্যবসায়ী গৌরাঙ্গ সাহা,স্থানীয় মহিলা নেত্রী ঈশিতা মাসুদ সহ পুরান বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স এবং অন্যরা উপস্থিত ছিলেন। 

ওসি মো. বাহার মিয়া জানান, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর নেতৃত্বে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। চাঁদপুর সদর মডেল থানার পক্ষ থেকে প্রতিটি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার রয়েছে। পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে, পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।” তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে সবাই মিলেমিশে আনন্দের সাথে উৎসব পালন করবে এমন প্রত্যাশা পুলিশের।

আপনার জেলার সংবাদ পড়তে