গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তৈততলা এলাকায় মেঘনা নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে এসে পানিতে তলিয়ে এক শ্রমিক মারা গিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর পৌনে বারটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু বকর নামের (৬০) নওগা সদর উপজেলার স্থানীয় একটি কারখানায় শ্রমিক ছিলেন। কর্মসূত্রে তিনি সোনারগাঁ থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা যায়।
গজারিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে বারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেছেন।
নিহতের মেয়ে আশা মনির বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত আনুমানিক ৮ টার দিকে মেঘনা সেতুর গজারিয়া প্রান্তের তৈততলা মেঘনা ফেরিঘাটের দক্ষিণ দিকে সেতু সংলগ্ন মেঘনা নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে এসে লুঙ্গি ও জুতা নদীর তীরে রেখে গামছা পরে জাল মারতে গিয়ে পানিতে তলিয়ে যায়।