পার্বতীপুরে পুজামন্ডপ ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় নিহত ১

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৮:১৮ পিএম
পার্বতীপুরে পুজামন্ডপ ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় নিহত ১

ধ্রুব চন্দ্র রায় ও গোবিন্দ দুই বন্ধু পুঁজোর ছুটি আসা মোটরসাইকেল নিয়ে রংপুর থেকে দিনাজপুরের পার্বতীপুরে এসে বিভিন্ন দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করছিলেন। পুজামন্ডপ ঘোরাঘুরি শেষে বাড়ী ফেরার পথে বুধবার (১ অক্টোবর) রাতে পোনে ১২টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে হাবড়া উত্তর রসুলপুর চাতরা ব্রিজের কাছে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয ধ্রব চন্দ্র রায় (১৯) নামে এক কলেজ ছাত্রের। ধ্রুব সিরাজগঞ্জে পলিটেকনিক কলেজের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২য় বর্ষের শিক্ষার্থী। এসময় মোটরসাইকেল মালিক ও চালক বন্ধু গোবিন্দ রায় (২৫) গুরুতর আহত হন। ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ দ্রুত উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত্যু ঘোষণা করেন। দুই বন্ধুর বাড়ী রংপুর সদরের চন্ধনপাট এলাকায়।   

‎এব্যাপারে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) মো: নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ধ্রুব চন্দ্র রায় চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়। এঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে