নাটোরের লালপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গাউৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার মধ্যে উপজেলার ৪১ টি পূজা মন্ডপে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন, পুশিশ প্রশাসন ও পূজা মন্ডপ কমিটি সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলায় লালপুর ইউনিয়ন সহ দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪১ টিপূজা মন্ডপে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়।
লালপুর পূজা উদযাপন পরিষদ ও জোতদৈবকী শিব ও কালী মন্দির কমিটির সভাপতি দিপেন্দ্রনাথ রায় জানান, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন হয়েছে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার প্রতিটি মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোউৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, লালপুর উপজেলার ১টি পৌরসভা ১০টি ইউনিয়নের মোট ৪১ টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোউৎসব সম্পূর্ণ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।