গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।
টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) ও তাদের চার বছরের ছেলে তামিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, “নরসিংদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।”
এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”