৮৫টি পূজা মন্ডপে অর্থ সহায়তা করলেন শেখ মুজিবুর রহমান ইকবাল

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ১২:৫৫ পিএম
৮৫টি পূজা মন্ডপে অর্থ সহায়তা করলেন শেখ মুজিবুর রহমান ইকবাল

কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী উপজেলার ৮৫টি পূজা মন্ডপে অর্থ সহায়তা করলেন বাজিতপুর উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি গত ২ যুগের অধিককাল ধরে বাজিতপুর নিকলীতে জনসেবা করে আসছেন। গত ১৫ বছরে যখন বিএনপির দুঃসময়, তখন তিনি বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদ সরকার মিথ্যা মামলা দিয়ে যখন হয়রানি করছে তখন তিনি তাদের পাশে ছিলেন। এখনও অন্তবর্তী সরকারের আমলে বাজিতপুর নিকলীর ৩ লক্ষ প্রায় ৫০ হাজার লোকের পাশে আছেন। প্রসঙ্গত, হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপুজায় ২ উপজেলায় প্রতিটি পূজা মন্ডপে নিজ অর্থায়নের দ্বারা সহায়তা করে যাচ্ছেন। অন্যদিকে তিনি তার নেতাকর্মীদের নিয়ে এই উৎসবে দায়িত্ব পালন করেছেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, বাজিতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, উপজেলা শ্রমিকদলের সভপতি শেখ আলী আহসান সবুজসহ কয়েকশত নেতাকর্মী সফর সঙ্গী হিসেবে ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে