বিজয়া দশমীতে নৌকা ডুবির ঘটনা

কালিয়াকৈর নৌকা ডুবিতে নিখোঁজ ২শিশুর মধ্যে ১ শিশুর লাশ উদ্ধার

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ৩ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ পিএম | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ পিএম
কালিয়াকৈর নৌকা ডুবিতে নিখোঁজ ২শিশুর মধ্যে ১ শিশুর লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ শুক্রবার সকালে উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গা বিসর্জন দেখতে বিপুল সংখ্যক মানুষ তুরাগ নদে অর্ধশতাধিক নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর সময় দুই তিনটা নৌকা একত্রিত হয়ে ধাক্কা লোগে।এতে নৌকা লোকজন পানিতে পরে ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অংকিতা ও তন্ময় নামে দুই শিশু পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান জানান, শুক্রবার সকালে অংকিতার লাশ উদ্ধার করা হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে এখনও কাজ করছে।
আপনার জেলার সংবাদ পড়তে