রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়াতে অবস্থিত লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় "ফ্রি ব্লাড গ্রুপিং রক্তচাপ পরিমাপ ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার।
সেমিনারটি আয়োজন করে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস সোসাইটি অব রাজবাড়ী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মানস ব্যানার্জী অর্ক।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯ টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়ে দুপুর ২ টা ৩০ পর্যন্ত চলে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শতশত মানুষ তাদের ব্লাড গ্রুপিং নির্ণয় করেন।
সেমিনারটিতে অনিয়ন্ত্রিত স্টেরয়েড এবং এন্টিবায়োটিক ব্যবহারের কুফল, প্রতিকার ও প্রতিরোধ, সাপে কামড়ের প্রাথমিক চিকিৎসা, ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয়, মুখ ও দাঁতের যত্ন নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস সোসাইটি অব রাজবাড়ীর কার্যকরী পরিষদ ২০২৫ - ২৬ এর সদস্য মোঃ মাবুদ আলী (যুগ্ম সাধারণ সম্পাদক), শাহরিয়ার আহাদ (যুগ্ম সাধারণ সম্পাদক), তৌহিদুর রহমান রুপম (যুগ্ম সাধারণ সম্পাদক), নিয়ামত উল্লাহ নাঈম (সাংগঠনিক সম্পাদক) , তানজিলা আফরোজ (সাংগঠনিক সম্পাদক), মোঃ রাকিবুল ইসলাম (উপ দপ্তর সম্পাদক)।
মোঃ সালেহীন শান্ত (অর্থ সম্পাদক ), তানজিলা সুলতানা (উপ অর্থ সম্পাদক), সুমাইয়া শিমু (বিজ্ঞান বিষয়ক সম্পাদক),শিফা (আপ্যায়ন সম্পাদক ), তাহসিনা অপি ( উপ আপ্যায়ন সম্পাদক), সাদিয়া বিনতে রেজা ( কার্যকরী সদস্য ) এবং সাধারণ সদস্য ফিজা বিশ্বাস এবং মো: ইফতিয়াক আহমেদ আসিব।