নীলফামারীতে ৮০ জন নবীন আইনজীবী সহকারীকে দেয়া হল পরিচয়পত্র। এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজন ছিল এক সভার। ওই সভায় বক্তারা বলেন,বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে হবে। এজন্য আইনজীবী সহকারীদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ওপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ রুস্তম আলী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ হেমায়েদুল ইসলাম (লিটন), কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্যবৃন্দ, নবীন আইনজীবী সহকারীসহ গনমাধ্যমকর্মীরা।
সভাপতি রুস্তম আলী বলেন,আইনজীবী সহকারীরা আদালতের কার্যক্রমে কেবল নথি বহনকারী নন, তারা বিচার প্রক্রিয়ার অপরিহার্য অংশ। সততা, শৃঙ্খলা ও নিষ্ঠা ছাড়া এই দায়িত্ব পালন সম্ভব নয়। সাধারণ সম্পাদক হেমায়েদুল ইসলাম (লিটন) বলেন,আজকের এই পরিচয়পত্র শুধু আনুষ্ঠানিক স্বীকৃতি নয়,এটি আপনাদের পেশাগত মর্যাদা ও দায়বদ্ধতার প্রতীক। আদালতের নথি-নিবন্ধন ও মামলা পরিচালনায় তথ্য সরবরাহ প্রতিটি ধাপেই আপনাদের সতর্কতা ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচয়পত্র হাতে পেয়ে নবীন আইনজীবী সহকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আইন বিশেষজ্ঞদের মতে,এ আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং নীলফামারীতে বিচার সহযোগিতায় নবীন সহকারীদের নতুন যাত্রার সূচনা।