ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমান সদস্য ও গফরগাঁও আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল-ফাতাহ্ খান। গত তিন দিনের (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌরশহর, পাঁচবাগ, মশাখালীসহ বিভিন্ন ইউনিয়নের এসব দূর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি।
পরিদর্শনকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দেন এবং দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলমানের ঐতিহাসিক বন্ধন অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা সবাই এই দেশের নাগরিক, এখানে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, পাগলা থানা ছাত্রহদলের সদস্য সচিব সুখেন আকন্দ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন ধনু, পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম হোসেন প্রমূখ।