গজারিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২০০৪ এর পূর্ণমিলনী

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ০৫:১৯ পিএম
গজারিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২০০৪ এর পূর্ণমিলনী

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়নে অবস্থিত সুবর্ণ ভূমি রিসোর্টে আজ ০৩ অক্টোবর দিনব্যাপি গজারিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ব্যাচ -২০০৪ এর ২য় পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

গজারিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাচ - ২০০৪ এর সভাপতি ও কানাডিয়ান সিটিজেন এম. মোর্শেদ রহমান জানায় বছরে অন্তত একটি দিন যেন স্কুল জীবনের বন্ধুদের নিয়ে শৈশবের আঙ্গিকে কাটানো যায়। আমরা প্রত্যেকেই সারা বছর যার যার পেশায় ব্যস্ত থাকি, বন্ধুদের সাথে তেমন যোগাযোগ হয়না। তাই এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে যেন  বন্ধুরা একত্রে শৈশবে হৈ হুল্লুড় ব্যাস্ত দিন পার করতে পারি।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ইমন আহাম্মেদ সবুজ মোল্লা বলেন আজকের অনুষ্ঠানে গজারিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাচ - ০৪ এর ১০৫ জন বন্ধু অংশ নিয়েছে। এই আয়োজন করা ছিলো অত্যান্ত চ্যালেঞ্জিং কেননা সকল বন্ধুদের একত্রে একটি প্রোগ্রামে অংশ গ্রহণ করাতে পারা অনেক দুরূহ কাজ।

এই বিষয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহাম্মদে রানা বলেন আমরা চাই প্রতি বছরই এমন আয়োজন যেন বন্ধুদের নিয়ে করতে পারি। ইতিপূর্বে আমরা ১ম পূর্ণমিলনী করেছি এটা আমাদের ২য় পূর্ণমিলনী। আমরা আজকের দিনটিকে সূবর্ণ ভূমি রির্সোটের নানা রাইড অনুযায়ী কয়েকটি সেগমেন্টে ভাগ করেছি যেন যথাযথ উদযাপন ও স্মৃতিময় করে রাখা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে