স্বতন্ত্র বিভাগের দাবিতে উওাল হয়ে উঠেছে বেগমগঞ্জ সহ পুরো নোয়াখালী জেলা । চৌমুহনী চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাধারণ মুসুল্লিরা। জুমার নামাজের পরে বেগমগঞ্জের চৌরাস্তা থেকে হাজার -হাজার মুসল্লী নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে এসে ভিক্ষোভ সমাবেশ করে।
এই সময় বক্তব্য রাখেন , জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, সদর উপজেলা শাখার সভাপতি ও নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত সহ আরো অনেকে।