আইয়ুব ভুঁইয়া

স্বাধীন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে ঐক্যবদ্ধর কোন বিকল্প নেই

এফএনএস (জি এম ফারুক আলম, মণিরামপুর, যশোর) :
| আপডেট: ৩ অক্টোবর, ২০২৫, ০৬:৩০ পিএম | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ০৬:৩০ পিএম
স্বাধীন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে ঐক্যবদ্ধর কোন বিকল্প নেই

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া বলেছেন, স্বাধীন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে ঐক্যবদ্ধর কোন বিকল্প নেই। এছাড়া তিনি আরও বলেন, মণিরামপুর সহ দেশের সকল জেলা-উপজেলার সাংবাদিকদের একই ধারায় আনা এবং ঐক্যবদ্ধ করার জন্য নিরালস কাজ করে চলেছি। আমি চেষ্টা করছি দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিকতা রোধ করে নতুন ভাবে ঢেলে সাজাতে। সেক্ষেত্রে বিভাগ, জেলা ও উপজেলা প্রেসক্লাবকে একটা নীতিমালায় এনে সভাপতি-সম্পাদক'কে পদাধিকার বলে সম্মানিত সদস্য করে জাতীয় প্রেসক্লাবের সকল সুযোগ সুবিধার আওতায় আনার চেষ্টা করছি।

শুক্রবার দুপুরে মণিরামপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের সভাপতি করেন প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার দুষ্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত (সাংবাদিক) এস এম রাশেদুল ইসলাম, কলামিষ্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, প্রবাসী সাংবাদিক বাপ্পী কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নিছার উদ্দিন খান আযম, সিনিয়র সাংবাদিক শাহিনুর রহমান পান্না, সহযোগী অধ্যাপক বাবুল আকতার প্রমুখ। মতবিনিময় সভার পূর্বে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে