শেরপুরে ‘ডপস’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৬ এএম
শেরপুরে ‘ডপস’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এর আয়োজনে  জেলার ৫  উপজেলা থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়ে "জুনিয়র মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে শহরের উত্তরা আদর্শ বিদ্যাপীঠ কেন্দ্রে শেরপুর সদর উপজেলার ৪২টি স্কুল থেকে ৩০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ সময় শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশিষ চন্দ্র কর, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, উত্তরা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহসিন আলী আকন্দ, ডপস প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি, ডপস সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জেলার চার উপজেলায় এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় শ্রীবরদী উপজেলার ৩৪ টি স্কুল থেকে ২৬০ জন, ঝিনাইগাতীর ২৩ টি স্কুল থেকে ১৭১ জন, নালিতাবাড়ীর ২৬ টি স্কুল থেকে ১৭৫ জন এবং নকলা উপজেলার ১৩ টি স্কুল থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। 



আপনার জেলার সংবাদ পড়তে