জনগনের পাসে আছি থাকবো মোরেলগঞ্জে বিএনপি নেতা শিপন

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৫, ০৭:৫৭ পিএম
জনগনের পাসে আছি থাকবো মোরেলগঞ্জে বিএনপি নেতা শিপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা  বাস্তবায়নে  বাগেরহাটের  মোরেলগঞ্জে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি নেতা বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

শুক্রবার জুমার নামাজ শেষে মোরেলগঞ্জ পৌর শহরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিং কাজী শিপন বলেন, গ্রিন সিংগাল, সবুজ সংকেত বুঝি না। বিগত এক বারে দলের মনোনয়ন পেয়ে জনগনের পাশে ছিলাম। আন্দোলন সংগ্রামে এলাকায় ছিলাম, কর্মীদের সাথে নিয়ে মাঠে কাজ করেছি। দুর্দিনে কর্মীদের ছেড়ে কোথাও যায়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবারও দলের মনোনয়ন পেয়ে  সাধারণ জনগনের পাসে থেকে কাজ করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়য়িত হলে আগামির বাংলাদেশ হবে একটি উন্নয়নশীল সুখি সম্মৃদ্ধির দেশ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, আব্বাস মুন্সিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে