এস,এস,সি ব্যাচ ২০০০ নড়াইল জেলা এর রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ১২:০৮ পিএম
এস,এস,সি ব্যাচ ২০০০ নড়াইল জেলা এর রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

" বন্ধুত্বের বন্ধন আজীবন"  এই শ্লোগানকে বুকেধারণ করে নড়াইলের লোহাগড়ায় এসএসসি ব্যাচ ২০০০ নড়াইল জেলা এর রজতজয়ন্তী উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে রাত ৮টা  পর্যন্ত নিরিবিলি পিকনিক স্পটে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এসএসসি ব্যাচ ২০০০ এর রজতজয়ন্তী উৎসব -২০২৫ পালন করে বন্ধুরা। কর্মসূচির মধ্যে ছিলো বন্ধুদের পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বন্ধুদের রজতজয়ন্তী তাই  খবর পেয়েই বন্ধুত্বের টানে ঢাকা, বরিশাল, সাতক্ষীরা জেলা থেকেও  ছুটে এসেছিলো বন্ধুরা। এ ছিলো যেন নাড়ীরটানে ছুটে আসা। এস,এস, সি ব্যাচ ২০০০ নড়াইল জেলার আহবায়ক এস,এ সাইফুল্লাহ মামুন বলেন, আমাদের এ বন্ধন আজীবনের। আমরা সবাই সবার পাশে আছি, থাকবো আজীবন। নুরুল শিপার খান অনুষ্ঠান পরিচালনা করেন।অক্লান্ত পরিশ্রম করে রজতজয়ন্তী উৎসব সফল করায় ৫জন বন্ধুকে দেয়া হয় সম্মাননা।রজতজয়ন্তী উৎসবে বন্ধু শিলা, কেয়া, মোঃ জুবায়ের আহমেদ তুরান, মোঃ সাহিদুর রহমান শাহিন, বিজয় বিশ্বাস, মোঃ রায়হানুল ইসলাম,  মোঃ আনিচুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, এস, কে মিন্টু,  সৈয়দ রানা পারভেজ, অনিমেষ অধিকারী সহ দুই শতাধীক বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা এবং নিরিবিলি পিকনিক স্পটের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান রোমেল, তরুণ সমাজসেবক সৈয়দ পিকুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে