স্বাস্থ্য সহকারী সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশন সহ ৬ দফা বাস্তবায়ন কর্মবিরতী পালন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে সেনবাগ উপজেলা কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা। ১ অক্টোবর থেকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএর সামনে অবস্থান করে তাদের তারা কর্মবিরতী পালন করছে। এতে করে আগামী ১২ অক্টোর থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এছাড়াও ১অক্টোবর থেকে স্বাস্থ্য সহকারী,স্বাস্থ্য পরিদর্শকরা কর্মবিরতীতে থাকায় চলমান সকলই ই.পি.আই টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শদের সরকারের নিকট দাবি অভিলম্বে তাদের ন্যার্য দাবিগুলো মেনে নেওয়ার জন্য। কর্মবিরতীতে বক্তব্য রাখেন,সেনবাগ উপজেলা স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সেক্রেটারী আবু আবু রায়হান আবদুল্লাহ,উপস্থিত ছিলেন,সেক্রেটারী মোঃ ওমর ফারুক সহ আন্দোলনকারীরা। বক্তা বলেন স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ বাংলাদেশ পলিয়মুক্ত হয়েছে।এমডিকোড পুরুস্কার, সাউথ সাউথ পুরুস্কার পেয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে গুটি বসন্ত মুক্ত হয়েছে, এছাড়াও মহামারি করোনা সময় এই স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা জীবনের ঝুকি নিয়ে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে লকডাউন ,করোনার টিকা প্রদান করে করোনামুক্তিতে অবদান রেখেছে।