সুমুদ ফ্লোটিলার জাহাজ জব্দের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০২:২৩ পিএম
সুমুদ ফ্লোটিলার জাহাজ জব্দের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ

বিভিন্ন দেশ থেকে অসহায় গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে  সুমুদ ফ্লোটিলার জাহাজ ইসরায়েলি আগ্রাসী বাহিনী দ্বারা জব্দের প্রতিবাদে শুক্রবার বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন এ বিক্ষোভ ও প্রতিবাদের আয়োজন করে। 

বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্ব করবেন ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস

নারায়ণ গঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হযরত মাওলানা তাফাজ্জল হুসাইন ফরিদী। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির

যুগ্ম-সাধারণ সম্পাদক  ও মোগাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। এসময় বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার, রীভা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মোঃ আতা রাব্বী জুয়েল, আল-হেরা ইসলামি সামাজিক সাংস্কৃতিক সংগঠন সভাপতি কাজী মোঃ সেলিম রেজা,  সোনারগাঁও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে