স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও আগামী জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপির সুনিশ্চিত বিজয় ঠেকাতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশী-বিদেশী বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সাধারণ মানুষকে সাথে নিয়ে জাতীয়তাবাদের সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার বিকালে উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফার নিয়ে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগে তিনি একথা বলেন।
এসময়ে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি এ্যাডঃ আবুল আলাম আজাদ, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক সাইফুল মোল্লা, যুগ্ম-আহবায়ক শফিক ভুঁইয়া, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল, সনমান্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক জিয়াউল হক, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হাসু মিয়া, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হোসেন, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, বৈদ্যের বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বি মোল্লা, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবদলের ২নং ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।