রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বাগদান সম্পন্ন

এফএনএস বিনোদন | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৪:১৬ পিএম
রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বাগদান সম্পন্ন

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রাশ্মিকা মান্দানার বাগদান একটি ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাদের বিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

যদিও তারা প্রকাশ্যে কিছু বলেননি, ঘনিষ্ঠ সূত্রে এই খবর জানা গেছে। বিজয় সম্প্রতি শেরওয়ানি, রাশ্মিকা শাড়ি পরা ছবি শেয়ার করেছেন। অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ের আলোচনা তৈরি হয়েছে।

রাশ্মিকা বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দশেরার শুভেচ্ছা জানান এবং তার পরবর্তী ছবি ‘থামা’ প্রচারের বিষয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। দক্ষিণী ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করা রাশ্মিকা, ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো ছবির মাধ্যমে সমগ্র ভারতজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।