ঢালিউডের নায়িকা নুসরাত ফারিয়া শনিবার সমুদ্রপাড় থেকে ভক্তদের জন্য কিছু ছবি শেয়ার করেছেন। কালো বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে তিনি নজর কাড়ছেন। খোলা চুল ও হালকা গয়নায় সাজানো ফারিয়া আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা দিয়েছেন।
ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়’। পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ে এবং লাইক-কমেন্টে ভরে যায়। অনেকেই তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন।
বিদেশে অবস্থান সত্ত্বেও নুসরাত নিয়মিত ভক্তদের সামনে নতুন লুকে হাজির হচ্ছেন। ওয়েস্টার্ন, ফিউশন বা ক্যাজুয়াল– প্রতিটি রূপই আলাদা সাড়া ফেলেছে।