‘ইন্দু সিজন ৩’– রহস্যের সব জট উন্মোচিত

এফএনএস বিনোদন | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৪:১৭ পিএম
‘ইন্দু সিজন ৩’– রহস্যের সব জট উন্মোচিত

‘ইন্দু’ ওয়েব সিরিজের তৃতীয় সিজন অবশেষে মুক্তি পেয়েছে। প্রথম দুই সিজনে দর্শকরা রহস্য ও উত্তেজনায় মুগ্ধ হয়েছিলেন। ২০২৫ সালের এই সিজনে সকল জটিল রহস্য উদ্ঘাটিত হয়েছে।

এপিসোডগুলোতে ধারাবাহিক হত্যাকাণ্ড, ধুতরার বিষ এবং বিশেষ তেলের ব্যবহারসহ রহস্যের সব দিক স্পষ্ট করা হয়েছে। ইশা সাহার অভিনয়, সুহোত্র মুখোপাধ্যায়ের কৌশলী পারফরম্যান্স, মৃদুল চন্দ্র সেন ও পায়েল দে সহ অন্যান্য অভিনয়শিল্পীদের যোগদান গল্পকে আরও দৃঢ় করেছে।

যদিও কিছু প্রশ্ন থেকে যায়, নির্মাতারা দর্শককে অন্ধকারে রেখেই ধীরভাবে রহস্য উন্মোচন করেছেন। পরিচালনা, অভিনয়, ক্যামেরা এবং আর্ট ডিরেকশন মিলিয়ে ‘ইন্দু সিজন ৩’ রহস্য-থ্রিলারের আসল স্বাদ উপহার দিচ্ছে।