অভিনয়ে আর ফিরছেন না হাসান মাসুদ

এফএনএস বিনোদন | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৪:১৮ পিএম
অভিনয়ে আর ফিরছেন না হাসান মাসুদ

একসময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ এবার শোবিজ অঙ্গন থেকে স্থায়ী বিরতি ঘোষণা করেছেন। দেশের দর্শকপ্রিয় নাটক ও চলচ্চিত্রে নজর কাড়ার পর তিনি হঠাৎ করেই পর্দায় কম দেখাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন তিনি একটি চাকরির খোঁজে রয়েছেন এবং অভিনয়ে ফিরতে আগ্রহী নন।

হাসান বলেন, “আমি এখন একটি জব খুঁজছি। সেটা যে ক্ষেত্রেই হোক, আমি চেষ্টা করব। হারিয়ে যাব একেবারে।” তিনি সাংবাদিকতা বা প্রশাসনের কাজে ফেরার ইঙ্গিতও দিয়েছেন। অভিনেতা দর্শকদের উদ্দেশে বলেছেন, “সবসময় অনেস্ট থাকবেন, সত্য কথা বলবেন। পরকীয়া থেকে বিরত থাকলে জীবন সুখী হবে।”

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া হাসান ১৯৯২ সালে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কাজের পর শোবিজে প্রবেশ করেন। ‘ব্যাচেলর’ ও ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি তিনি নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।