কুমিল্লায় সাড়ে ৪০ লাখ টাকার ভারতীয় বাজি ও গাঁজা উদ্ধার

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৪:৩৬ পিএম
কুমিল্লায় সাড়ে ৪০ লাখ টাকার ভারতীয় বাজি ও গাঁজা উদ্ধার

কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ লাখ ৪৮ হাজার টাকার মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি এবং গাঁজা উদ্ধার করেছে কুমিল্ল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।  শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্ণীপুর ও সদর উপজেলার কটকবাজার এলাকা থেকে উদ্ধার করেছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র  লক্ষীপুর পোস্ট বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ০৭ কিঃ মিঃ এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যথাক্রমে মান্দারী কবরস্থান এবং পালপাড়া নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন ৪৪ হাজার ৫৬০ পিস বাজি এবং ৪৮ কেজি গাঁজা আটক করে।  উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিস্পত্তি করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে