বাঘায় পদ্মায় হাতড়ায়ে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৪:৫৮ পিএম
বাঘায় পদ্মায় হাতড়ায়ে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে আমিরুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে পদ্মার নদীর আলাইপুর বাধের নিচে এই ঘটনা ঘটেছে। আমিরুল ইসলাম পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে। জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে পদ্মার নদীর আলাইপুর বাধের নিচে ডুব দিয়ে হাত দিয়ে হাতড়ায়ে মাছ ধরতে যান। এ সময় তিনি ডুবে নিখোঁজ হয়। পরিবারের লোকজন জানতে পেরে নৌকা ও জাল নিয়ে খুঁজে তাকে না পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজের ৭ ঘন্টার পর পানির নিচে থেকে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন পাকুড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলাইপুর গ্রামের সাবেক মেম্বর আমিরুল ইসলাম। তিনি বলেন, আমার এলাকার আমিরুলের মতো অনেকেই পানির মধ্যে ডুব দিয়ে হাত দিয়ে হাতড়ায়ে মাছ ধরতে পদ্মা নদীতে যায়। তবে সে সাঁতারো জানেন। পানির পাকে পড়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।
আপনার জেলার সংবাদ পড়তে