দিনাজপুরের ঘোড়াঘাটের কৃতি সন্তান ডাকসু নির্বাচনে বিজয়ী সদস্য বিপ্লব মন্ডলকে সম্বর্ধনা দেওয়া হয়। । শুক্রবার সন্ধা ৭টায় জ্ঞান বিকাশ পাঠাগারে অনুষ্ঠিত শব্দপ্রেমী সাহিত্য সংসদের মাসিক আসরে প্রবিন কবি ও লেখক ইমদাদুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘোড়াঘাট শব্দপ্রেমী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, লেখক ও প্রকৌশলী আব্দুল হাদি। উক্ত সাহিত্য আসরে রংপুর, গাইবান্ধা, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ থেকে কবি ও লেখকগন অংশ গ্রহন করেন। আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠের আসরে কবি ও লেখকগন তাদের লেখা পাঠ করে শোনান। সবশেষে ঘোড়াঘাটের কৃতি সন্তান বিপ্লব মন্ডলকে শব্দপ্রেমী সাহিত্য সংসদের পক্ষ থেকে সম্বর্ধনা ও ক্রেষ্ট দেওয়া হয়। বিপ্লব মন্ডল সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল সংসদে সদস্য পদে নির্বাচিত হন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি ও সাংবাদিক ফিরোজ কবীর।