পি আর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না: গোলাম রব্বানী

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৫:৪১ পিএম
পি আর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না: গোলাম রব্বানী

ঘোড়াঘাট উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাচনি ও কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার গাবতলি ও শাহাজানপুরের সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী ।  তিনি তার বক্তব্যে বলেন পি আর পদ্ধতি ছাড়া এই দেশে কোন নির্বাচন মেনে নেয়া হবে না। আমাদের দাবী আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ। তিনি আরো বলেন জামায়াতে ইসলামী এ দেশ থেকে সন্ত্রাসমুক্ত  টেন্ডার মুক্ত ,চাঁদাবাজ মুক্ত,দখলদারমুক্ত, সুদ মুক্ত সমাজ গড়তে চায়। আমরা এমন সমাজ গড়ার জন্য জীবন দিয়েছি।  এক ফ্যাসিবাদের পতন হয়েছে আর যেন কোন ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে সেদিকে শ্রমিকদের সজাগ থাকতে হবে। ওই ফ্যাসিষ্ট যারা পালিয়েছ তাদের আর কোন নির্বাচনে অংশ গ্রহন করতে দেওয়া হবে না। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাচনী ও কর্মীসভায় ঘোড়াঘাট শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাষ্টার নজিবর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সভাপতি দিনাজপুর জেলা শাখা ও কাহারোল উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকিরুল ইসলাম,ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন,দিনাজপুর জেলা শাখার সহসভাপতি রমজান আলী,জেলা শাখার সাঃ সম্পাদক প্রফেসর মোঃ এনামুল হক, ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখ্খায়ের ইসলাম,ঘোড়াঘাট পৌর মেয়র পদপ্রার্থী সোলায়মান আজাদ,পালশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মতলুবর রহমান ও শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ইবাদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের সিঃ সহ-সভাপতি আমিনুল ইসলাম সেলিম।   

আপনার জেলার সংবাদ পড়তে