উপজেলা যুবলীগ সভাপতির ছেলে আব্দুল্লাহ সরদার দিনের বেলায় ১৯ বছরের এক গৃহবধুকে ধর্ষণ করেছে। ধর্ষকের এক সহযোগিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বাসাইল গ্রামে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধূ ১৯ কে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার উপজেলা যুলীগ সভাপতির মো.সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (১৯)। শুক্রবার বিকেলে গৃহবধুর বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুল্লাহ ও কার দুই সহপাঠি মিলে গৃহবধুর ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আব্দুল্লাহ সরদার ধর্ষণ করে। গৃহবধুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এঘটনায় ধর্ষিতা বাদী হয়ে শনিবার আগৈলঝাড়া থানায় ধর্ষকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দারে করেন। যার নং-১(৪-১০-২০২৫)।
আগৈলঝাড়া থানা অফিসার ইচার্জ (ওসি) মো. অলিউর ইসলাম জানান, মামলার প্রধান আসামী পলাতক । তার এক সহযোগি মামলার আসামী শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধা (২০)কে নিজ এলাকা থেকে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতকে দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হলে আদালতের আদেশে তাবে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে।