মতলব উত্তরে বিএনপির ফ্রি ক্যাম্প

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৫:৫৯ পিএম
মতলব উত্তরে বিএনপির ফ্রি ক্যাম্প

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন,বিএনপি সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।বর্তমান সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। লক্ষ্যকে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মিরা। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

শনিবার (৪ অক্টোবর২০২৫) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরেরর মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে  দিনব্যাপী মেডিকেল ক্যাম্প উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। 

তিনি আরোও বলেন,দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিতে পারেনি। বিএনপি সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করবে।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন,স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। ফ্যাসিস সরকারের আমলে সাধারন মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল।  জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় সভায় ড্যাব মহানগর উত্তরের সভাপতি সরকার মাহবুব আহেমদ শামীম, মতলন উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, কলাকান্দা ইউপি প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আশেক মাহমুদ সংগ্রাম'সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ড্যাব ঢাকা মাহনগর উত্তরের সভাপতি প্রফেসর ডা, সরকার মাহবুব আহমেদ শামীম এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে গরীব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়। 

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শ, ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে