মেহেরপুর প্রতিনিধি: কুষ্টিয়া-মেহেরপুর সড়কের গাংনী বাসস্ট্যান্ডের রাস্তা নির্মাণ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে গাংনী সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, গাংনীর অর্থনৈতিক মূল যারা চালিকা শক্তি সেই ব্যবসায়ীরা অনেকটা হতাশাগ্রস্থ আজ এ রাস্তার কারণে।অতিরিক্ত ধূলাবালীর কারণে ক্রেতারা এখানে আসে না ক্রেতারা চলে যায় বামন্দীতে।এখানে পানি হলে পানি জমে যায় কাদা হয় এ কারণে ব্যবসায়ীদের কাছে ক্রেতারা আসতে চায় না। তাই আমরা বলতে চাই আগামীকাল থেকে মূল রাস্তার কাজ শুরু হতে হবে।অনতিবিলম্বে এ রাস্তার কাজ শেষ করতে হবে।ইন্টার সেকশনের যে সমস্যা রয়েছে সেই সমস্যা আগামী এক সপ্তাহের মধ্যে সমাধান করতে হবে।
তিনি আরও বলেন,ডিসি ও ইউএনও মহোদয় আপনারা ঠিকাদারকে বলে দেবেন আগামীকাল থেকে যেন রাস্তার কাজ শুরু হয়।যদি কেউ বাধা দেয় তাহলে আমরা এখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো।যদি কেউ অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য রাস্তা বাধাগ্রস্ত করতে চাই তাহলে আপনাদের হুশিয়ার করে বলতে চাই আপনারা জনগণের বিপক্ষে দাঁড়াবেন না।মনে রাখবেন যে জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে ভয় পায়নি সেই জনগণ আপনার চোখ রাঙ্গানি বা অনৈতিক কোনো সুবিধার কাছে হার মানবে না।
যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো: মুজাহিদুল ইসলাম বলেন,আমরা গাংনীর ছেলে।আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাচ্ছি,কষ্টটা আমাদের হয়।ডিসি সাহেব বাইরে থেকে চাকরি করতে এসেছেন তিনি এসি রুমে বসে থাকেন তাঁর কোন কষ্ট হয় না।রোডস এন্ড হাইওয়ে তিনি তাঁর রুমে বসে থাকেন তারও কোন কষ্ট হয় না।যারা রাস্তা নিয়ে কলকাঠি নাড়াচ্ছে তাদেরও কোনো কষ্ট হয় না।আমি ডিসি মহোদয়কে আহবান করবো আপনি দুইদিন ভ্যানে চড়ে এই রাস্তা দিয়ে যান তাহলে এমনিতেই রাস্তার কাজ হয়ে যাবে।আর যদি না পারেন তাহলে আপনি আপনার জায়গায় চলে যান আপনার এখানে থাকার দরকার নেই।
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলু বলেন, একজন সাধারন মানুষ হিসেবে মনে হয় অবশ্যই কোনো না কোনো মানুষ এর পিছনে কলকাঠি নাড়ে।তাছাড়া এ জাতীয় ঘটনা গুলো ঘটার কথা নয়।তাছাড়া আমার অনুষ্ঠানের অনেক শিক্ষার্থী এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তারা বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়। এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।