দিনাজপুরের হিলিতে যুবদল নেতার পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে হাকিমপুর পৌরসভার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত যুবদল নেতার নাম ইকবাল। তিনি পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক।
ক্ষতিগ্রস্ত ইকবাল হোসেন বলেন,আমি চন্ডিপুরে একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসতেছি। এবার পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া সহ দেশি প্রজাতির বিভিন্ন মাছ পুকুরে ছাড়া আছে। কোনো কিছু বুঝে উঠার আগেই গতকাল রাতে আমরা পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলছে। আমার প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মতো ক্ষতি। থানায় অভিযোগ দায়ের করবো যাতে অপরাধীরা আইনের আওতায় আসে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।