বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত প্রচারপত্র বিলি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের বাঁইগাছা বাজারসহ আশপাশের এলাকায় এই প্রচারপত্র বিলি করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাঁইগাছা বাজারের প্রতিটি দোকানির কাছে এই প্রচারপত্র পৌঁছে দেন। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। বাঁইগাছা বাজারে সংক্ষিপ্ত পথসভায় বিএনপি নেতা কামাল হোসেনসহ নেতারা বক্তব্য দেন। এসময় তাঁর সঙ্গে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল গাফ্ফার, ইউসুফ আলীসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা। এছাড়াও কামাল হোসেনের পক্ষে এলাকায় নারী কর্মীরা ৩১ দফার প্রচারপত্র গ্রামে গ্রামে ঘুরে বিতরণ করেন। - প্রতিনিধি, বাগমারা, রাজশাহী