হাতিয়ায় বিএনপির সম্ভাব্য প্রাথীর লিফলেট বিতরণ ও পথসভা

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৫, ০৯:৩১ পিএম
হাতিয়ায় বিএনপির সম্ভাব্য প্রাথীর লিফলেট বিতরণ ও পথসভা

বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট ও পথসভা করেছেন জেলা আহবায়ক কমিটির সদস্য ও হাতিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌঃ তানভীর উদ্দিন রাজিব। শনিবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারে এক গণমিছিল শেষে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।  

নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব পথসভায় বক্তবে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিগত সময় অতিবাহিত করেছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে হাসিনা পতনের আন্দোলন হাতিয়া বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে সকল কর্মসূচি সফল করেছি। ঢাকা চট্টগ্রামে দলীয় কর্মসূচিতে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছি।

তিনি বলেন, আগামীতে সম্ভাব্য নির্বাচনের তারিখ দেওয়া হয়েছ, আমার বিশ্বাস এদেশের মানুষ বিপুল ভোটের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করবে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ে উঠবে।

এ সময় তিনি আরো বলেন, আমরা যারা তৃণমূলে নেতৃত্ব দিয়ে দলের পক্ষে কাজ করছি আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাস মুক্ত হাতিয়া গড়ে তুলতে হবে এবং আগামীতে সুজলা সুফলা শস্য শ্যমলা হাতিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে