কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির দুই নেতা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..... ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি দেল মোহাম্মদ (দেল) মেম্বার (৭০)দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর দৌলতপুর উপজেলা সদরের নিজ বাসভবনে শনিবার দুপুরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও দুই কন্যা সহ আত্মীয়-স্বজন, অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন। বিএনপি নেতা দেল মোহাম্মদ দেলএর নামাজে জানাজ বাদ এশা দৌলতপুর গোরস্থানে অনুষ্ঠিত হয়। এতে দৌলতপুরের সাবেক সংসদ সদস্য, দৌলতপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। অপরদিকে দৌলতপুরে সাবেক এমপি, দৌলতপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার চাচাতো ভাই তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম মিঠু (৬৫)চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক, মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনোগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা রোববার সকাল ১০ টায় তারাগুনিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ দুই বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৌলতপুরের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, দৌলতপুর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর থানা বিএনপির সেক্রেটার আলহাজ বিল্লাল হোসেন