জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ফের বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ এএম
জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ফের বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ফের আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনায় অংশ নেবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো।

ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকের আগে সকাল ১০টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কমিশনের সদস্যরা একটি অভ্যন্তরীণ বৈঠক করবেন। এতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত থাকার কথা রয়েছে।

কমিশন সূত্র জানায়, জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত ৮৪টি সংস্কার ধারা নিয়ে তৈরি খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তবে এগুলো বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়ে গেছে। আজকের আলোচনায় কমিশন মূলত শুনবে—দলগুলোর অবস্থান কতটা নরম হয়েছে এবং তারা বাস্তবায়ন কাঠামো নিয়ে নতুন কোনো সমঝোতায় আসছে কি না।

এর আগে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আলোচনায় কমিশন বিশেষজ্ঞদের পরামর্শ তুলে ধরেছিল। সেই প্রস্তাব অনুযায়ী, অন্তর্বর্তী সরকার চাইলে মৌলিক সংস্কারগুলোর ওপর একটি ‘সংবিধান আদেশ’ জারি করতে পারে, যা অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী সময়ে একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করে ওই আদেশের সাংবিধানিক অনুমোদন নেওয়া যেতে পারে। তবে বিএনপিসহ কয়েকটি দল এই প্রস্তাবে আপত্তি জানায়।

কমিশন সূত্র জানিয়েছে, প্রয়োজনে আলোচনার মেয়াদ আরও এক দিন বাড়ানো হতে পারে। কমিশনের লক্ষ্য, ১৫ অক্টোবরের মধ্যে সব দলের স্বাক্ষর নিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করা

আপনার জেলার সংবাদ পড়তে