হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্ন্যাকস কর্ণার উদ্বোধন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ১২:৩৩ পিএম
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্ন্যাকস কর্ণার উদ্বোধন

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে নবনির্মিত স্ন্যাকস কর্ণারের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় পুনাক দিনাজপুরের উদ্যোগ ও বাস্তবায়নে এই স্ন্যাকস কর্ণার যাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, সীমান্ত দিয়ে প্রতিদিন দেশি-বিদেশি অসংখ্য যাত্রী যাতায়াত করেন। তাদের জন্য বিশ্রাম ও নিত্যপ্রয়োজনীয় খাবারের সহজলভ্যতা নিশ্চিত করতে এই স্ন্যাকস কর্ণার ভ্রমণকে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করবে। তিনি পুনাক দিনাজপুরের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, যাত্রীসাধারণ ও আগত অতিথিদের সেবায় বাংলাদেশ পুলিশ সর্বদা বদ্ধপরিকর।অনুষ্ঠানে হাকিমপুর সার্কেল অফিসার, হিলি ইমিগ্রেশনের কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে