প্রকল্প বাস্তবায়ন কাজ ব্যাহত

নীলফামারীর থেকে তেঁতুলিয়া অফিস করেন পিআইও

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ পিএম
নীলফামারীর থেকে তেঁতুলিয়া অফিস করেন পিআইও

নীলফামারীর বাসা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস করায় প্রকল্পের কাজ যথাসময়ে বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম শাহা অক্টোবর ২০২৪ তেঁতুলিয়ায় যোগদানের পর ক নীলফামারী গ্রামের বাসা থেকে অফিসে যাতায়াত করেন। প্রায় দেড়শ কিলোমিটার পথ প্রাইভেটকার বা নাইট কোচে প্রতিদিন অফিসে যাতায়াতে সঠিক সময়ে অফিসে উপস্থিত হতে পারে না। যে কারণে সপ্তাহে একাধিক দিন অফিসে পৌছাতে দুপুর গড়িয়ে যায়। ফলে জনপ্রতিনিধিদের হয়রানি সহ অফিসের কাজ কর্ম চরমভাবে ব্যাহত হয়। এই সুযোগে কিছু ঠিকাদারী প্রতিষ্ঠান ইচ্ছানুযায়ী কাজ করে প্রকল্প সম্পন্ন হওয়ার আগেই বিল উত্তোলণ করে নেন।

অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে ৮৩ লাখ টাকার ২৭টি কাবিটা প্রকল্প এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর) ২৭টি প্রকল্পের ৬৩ লাখ ও  কাবিখার (চাউল ও গম ) ১৮টি প্রকল্পের ৮৬ মে. টন বরাদ্দ গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ অনুমোদন হয়েছে। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসে অনুপস্থিত থাকার কারণে   প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে না। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার তাকে শারদীয় পূজার ডিউটি দিলেও দায়ীত্ব পালন করেনি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্সহকারী মো. জহিরুল ইসলাম বলেন, অফিসে যথাসময়ে উপস্থিত না থাকার কারণে আমাদের জনপ্রতিনিধিদের কাছে নানাভাবে হয়রাণীর শিকার হতে হয়। 

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম শাহা মুঠোফোনে বলেন, আমি নীলফামারী বাসা থেকে মাঝে মাঝে অফিস করি এবং তেঁতুলিয়াতেও থাকি। আমি পূজার আগে ছুটির দরখাস্ত দিয়ে ঢাকা অফিসে গেছি।   

উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু বলেন, আমি যোগদানের পর পিআইওকে কোন দিন তেঁতুলিয়ায় নাইট হল করতে দেখিনি। পূজার ডিউটি দেয়ার পরও অনুপস্থিত ছিল। ছুটি নিয়েছি কি না আমার জানা নেই। 

পঞ্চগড় জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ আশিফ আলী বলেন, তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়মিত অফিসে থাকে না এমন অভিযোগ স্থানীয় প্রশাসনের কাছে শুনেছি এবং নীলফামারী বাসা থেকে অফিসে যাতায়াত করেন। বিষয়টির সত্যতা পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিধিসম্মত ব্যবস্থা নিতে লিখিতভাবে জানিয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে