খানসামা উপজেলায় রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। " শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনিছুর রহমান, খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমান, জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ নিপুণ, খানসামা দ্বিমুখী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব ইসলাম, শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেরিনা চৌধুরী, খানসামা বিএম কলেজের অধ্যক্ষ আ স ম গোলম কিবরিয়া জেহাদ, উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক আবু হায়াৎ মোহাম্মদ নূর, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আবু রায়হানসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।