কাহারোলে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০১:৩৫ পিএম
কাহারোলে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দিনাজপুরের কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন শনিবার আনুমানিক দুপুর সাড়ে বারটায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে ওয়া ইনাইলাইহে রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দীর্ঘদিন হতে বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল রবিরার সকাল দশটায় ঐতিহ্যাসিক নয়াবাদ মসজিদ মাঠে বাষ্ট্রীয় মর্যাদায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোখলেদা খাতুন মিম এর নেতৃত্বে অভিবাদন জানায় পুলিশের একটি চৌকুসদল। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম। মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক স্ত্রী, দুই পুত্র ও আট কন্যা।

আপনার জেলার সংবাদ পড়তে