বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ, চাঁদপুর এর আয়োজনে ৫ অক্টোবর সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে বিশ্ব শিক্ষক দিবসের রেলি বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন. জামিউল হিকমা। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন।