মুক্তাগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০২:৩৫ পিএম
মুক্তাগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মুক্তাগাছা উপজেলার সকল শিক্ষকদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।রোববার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি মেইন রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবিতা নন্দী , একাডেমিক সুপারভাইজার জেসমিন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান হীরা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল,বকুল মাষ্টার, রফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে