পিরোজপুরের কাউখালীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৫ অক্টোবর) বেলা এগারোটায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদের চত্বর থেকে আরম্ভ করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মনিবুর রহমান, শিয়ালকাটি দারুস সুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পূর্ব আমরাজুরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর, সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ ফকির প্রমুখ।