রায়গঞ্জে ধুবিল মালতিনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে নামধারী সংবাদ কর্মীদের ও উগ্রবাদীদের নৈরাজ্যের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী যৌথভাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। রোববার সকাল ১১ টায় মাদ্রাসা মাঠে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র মাদ্রাসার সভাপতি আবু হাসান আজাদ। তার বক্তব্যে অভিযোগ করেন ২৭ সেপ্টেম্বর শনিবার বৈধভাবে ২ টি পদে নিয়োগ পরীক্ষা চলছিল। এ সময় কিছু নামধারী সংবাদ কর্মীদের নৈরাজ্যে এলাকার উগ্রবাদীদের অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে মব সৃষ্টি করে নিয়োগ পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেয়া হয়। যা বাংলাদেশ সরকারের শিক্ষক নিয়োগ আইনের পরিপন্থী ও রাষ্ট্রদ্রৌহিতার শামিল। এতে মাদ্রাসা কর্তৃপক্ষকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম যেন না ঘটে প্রশাসন সহ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। লেনদেনের যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন বানোয়াট মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আরো বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল কাসেম, আবুল মালেক। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম হাবু ও আলমগীর হোসেন উক্ত ঘটনা তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জোড় দাবি জানান।