নাটোরের সিংড়ায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা হয়েছে। রোববার দুপুরে সিংড়া উপজেলার সকল স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের ব্যানারে কোর্ট মাঠে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সহযোগিতামূলক পেশা হিসেবে শিক্ষাদানের পুনর্গঠন”।
সভার এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ উপস্থিত হয়ে শিক্ষকদের সাথে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন। সভায় সিংড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক কায়ছার হায়দার হেলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এম.এ.কে ফজলুল হক টিয়া প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ শিক্ষক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।