কুমিল্লায় বোতল স্কাফ ও বোতল ফেনসিডিলসহ নারী আটক

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৪:৩৪ পিএম
কুমিল্লায় বোতল স্কাফ ও বোতল ফেনসিডিলসহ নারী আটক

কুমিল্লায় ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেনসিডিলসহ জেসমিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর দল। রোববার (৫ অক্টোবর) ভোরে কুমিল্লা সদর উপজেলার রাজমঙ্গলপুর মধ্যপাড়া থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জেসমিন রাজমঙ্গলপুর গ্রামের আবাদ মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর দল রোববার ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা চালায়। এ সময় মাদক ব্যবসায়ী জেসমিন (৪০) কে গ্রেফতার করে। পরে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে  ২৮৫ বোতল স্কাফ ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান- জেসমিন ও তার স্বামী আবাদ মিয়া একত্রে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য স্কাফ ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে