জুলাই আন্দোলনের মামলায় সাবেক সাংসদ বিএম মোজাম্মেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৪:৪৪ পিএম
জুলাই আন্দোলনের মামলায় সাবেক সাংসদ বিএম মোজাম্মেল গ্রেপ্তার

জুলাই মাসের ছাত্র–জনতার আন্দোলনের সময় হামলার অভিযোগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি সূত্রে জানা গেছে, বিএম মোজাম্মেলের বিরুদ্ধে ঢাকায় তিনটি হত্যা মামলাসহ চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার অধিকাংশই জুলাই আন্দোলনের সময় ছাত্র–জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ, হামলা ও সহিংসতা সংক্রান্ত।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে ডিবি টিম নিকেতন এলাকায় অভিযান চালিয়ে বিএম মোজাম্মেলকে আটক করে। পরে তাঁকে মগবাজার ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জুলাই আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিএম মোজাম্মেল আত্মগোপনে ছিলেন। তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর ডিবি পুলিশ রোববার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বিএম মোজাম্মেল হক ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তবে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দলীয় পদে দায়িত্ব পালন করছিলেন তিনি।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশ এক বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে