মান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৪:৫৬ পিএম
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
নওগাঁর মান্দায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টার দিকে একটি র‌্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামসুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। 
বাশিস মান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর, মাদ্রাসা শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুল লতিফ,বাশিস মান্দা শাখার যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, প্রধান শিক্ষক রেজাউল হক ও প্রধান শিক্ষক আইয়ুব আলী।
আপনার জেলার সংবাদ পড়তে