নোয়াখালীকে বিভাগ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন প্রধান উপদ্ষ্ঠো বরাবরে স্বারকলিপি প্রদান করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ক কমিটি সেনবাগ উপজেলা শাখা। রোববার সকাল ১০টার সেনবাগ পৌরশহরের থানা মোড়ে ওই কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন সংগঠন বিভাগ বাস্তবায়নের দাবিতে ব্যানার,ফেষ্টুন ও বিভিন্ন ম্লোগান লেখা সম্বলিত প্লেকার্ড নিয়ে থানা মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধান করে।
সাবেক ছাত্রনেতা ইয়াছিন আলী বাবরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবাযক ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন।সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক ভিপি মফিজুল ইসলাম ভিপি মফিজ বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক রাশেল, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা ওলামা মাশায়েক আইম্বার সমিতির সেক্রেটারী মাওলানা রহিম উল্লাহ বশিরী, হেফাজতে ইসলামী সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউল্লাহ, সেক্রেটারী মাওলানা মোস্তাফিজুর রহমান, অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সার্জন হুয়ুমান কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সেনবাগ উপজেলা দক্ষিন সভাপতি মাওলানা মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, অভিলম্বে নোয়াখালীকে বিভাগ ঘোষনা করার জন্য। তারা বলেন নোয়াখালী একটি পুরাতন ও প্রাচীন জেলা এজেরলা ২শত ৫বছর ,অপরদিকে কুমিল্লার সৃষ্ঠি ১৯৫৮ সালে নোয়াখালীর অনেক পরে জন্ম নেওয়া জেলা । তাই নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবি জানান। অন্যথায় আগামী ১১ অক্টোবর চলোচলো ঢাকা কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে লাগাতার আন্দোলন কর্মসূচি দিয়ে বিভাগ বাস্তবায়নে দাবি আদায় করা হবে। নোয়াখালী,ফেনী ও লক্ষীপুর কোন ভাবেই কুমিল্লার সাথে থাকবেনা। মানববন্ধন শেষে আন্দোলন কারীরা বিক্ষোভ মিছিল সহকারে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিভাগ ঘোষনার দাবি সম্বলিত একটি স্বারকলিপি উপদেষ্ঠা বরাবর প্রেরণ করে।