গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ পিএম
গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রবিবার উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচী পালন করে। উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, পূর্ণভবা- মহানন্দা (পিএম) আইডিয়াল কলেজের প্রভাষক আকতার বানু, বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক,  মাওলানা হাবিবুর রহমান, গোমস্তাপুর ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদসহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে