আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৭:৪৪ পিএম
আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আমতলীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে রবিবার সকাল ১১ টায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা পরিষদ চত্ত্বও থেকে এক বর্নাঢ্য র‌্যারী শহর প্রদক্ষিণ করে। পরে পৌরসভার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম,  একাডেমিক সুপার ভাইজার মো. গোলাম মাহমুদ সেলিম, আমতলী বন্দর হোসাইনয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস, আমতলী একেসরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বজলুর রহমান, আমতলী একেহাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। সভার শুরুতে  জাতীয় সঙ্গীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  

আপনার জেলার সংবাদ পড়তে